চুয়াডাঙ্গায় তাপমাত্রা নেমে এসেছে ৬.৫ ডিগ্রী সেলসিয়াসে। বুধবার তাপমাত্রা ছিল ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আজ বৃহস্পতিবার তা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
হঠাত হাঁড়কাঁপানো শীতের এমন তীব্রতায় জনজীবন বিপযস্ত হয়ে পড়েছে। পৌষ মাসের প্রথমে শীতের তেমন একটা দেখা না মেললেও শেষের দিকে এসে শীত জেঁকে বসেছে। শহর নগরের তুলনায় গ্রামাঞ্চলে শীতের কাঁপুনি একটু বেশি।
সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় দুই দিন আগে তাপমাত্রা ছিল ১২-১৫ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে। বুধবার সন্ধ্যা থেকে তাপমাত্রা কমতে থাকে। সকালে নগরবাসী ঘর থেকে বের হয়ে পড়েছে বিপাকে। বেলা ১২টায়ও সুর্যের দেখা মেলেনি। রাস্তার ধারে খড়-কুটো জ্বেলে শীত নিবারণের চেষ্টা করছেন কেউ কেউ।
আবহাওয়া অফিস জানায়, চুয়াডাঙ্গায় হঠাৎ করে তীব্র থেকে মাঝারি ধরনের শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। যা আরো কয়েকদিন অব্যহত থাকতে পারে।
চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৬.৫ ডিগ্রী সেলসিয়াস
Share!