আসছে জানুয়ারিতে বিসিএস পরীক্ষার আরএক ঘোষণা আসতে পারে বলে আভাস পাওয়া গেছে। এতদিন ধরে শিক্ষার্থীরা শুধু শুনে আসছিলো শুধুমাত্র ডাক্তারদের জন্য স্পেশাল বিসিএস অনুষ্ঠিত হবে। সেই শোনা কথাই এবার বিজ্ঞপ্তি আকারে প্রকাশ পেতে যাচ্ছে।
২০১৮ সালের জানুয়ারিতেই ৩৯তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে পিএসসি সূত্র থেকে জানা গেছে। এছাড়া গত ডিসেম্বরের ২৯ তালিক ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি অনুষ্ঠিত হলো আগামী সপ্তাহে তার ফলাফল তৈরির কাজ শুরু হবে। চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রিলিমিনারি বিসিএসের ফলাফল প্রকাশ হতে পারে।
জানা গেছে ৩৯তম বিসিএসের শুধু মাত্র চিকিৎসকদের জন্য বিশেষ বিসিএস। এতে ৪ হাজার ৫৪২ জন সহকারী সার্জন আর ২৫০ জন সহকারী ডেন্টাল সার্জন নেওয়া হবে। এই বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের ক্ষেত্রে আইনের কিছু সংশোধন করতে হবে। তাই তার প্রয়োজনীয় কাগজপত্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।