স্বামীর চিকিৎসার জন্য সদ্যজাত শিশুসন্তানকে করে দিলেন এক মা। জানা গেছে মাত্র ৪৫ হাজার টাকায় ওই শিশুকে বিক্রি করা হয়। বিক্রি করা ওই শিশু বয়স ছিল মাত্র ১৫ দিন। ভারতের উত্তরপ্রদেশের বেরিলির মিরগঞ্জের তেলিয়ামুরা গ্রামে এই ঘটনা ঘটে।
সংবাদ-মাধ্যম এএনআইকে ওই মহিলা জানিয়েছেন, স্বামীর চিকিৎসার জন্য টাকা জোগাড় করতে পারেননি। তাই শেষ পর্যন্ত নিজের সন্তানকে বিক্রি করার সিদ্ধান্ত নেন। তাদের কোনো জায়গা-জমিও নেই। ফলে এটাই ছিল তার কাছে সহজ উপায়। ফলে টাকার জন্য নিজের ১৫ দিনের সন্তানকে মাত্র ৪৫ হাজার টাকার বিক্রি করে দেন ওই মা।
আর টাকার অভাবে সন্তান বিক্রি করার ঘটনা ভারতে এই প্রথম নয়। কয়েক মাস আগেই ত্রিপুরার এক আদিবাসী দম্পতি মাত্র ২০০ টাকায় এক অটোরিকশা চালক তার ছেলেকে বিক্রি করে দেন।