গত বছরের সবচেয়ে আলোচিত শোবিজ তারকা হলেও অপু বিশ্বাস বেশিরভাগ সময়ই শিরোনাম হয়েছেন নেতিবাচক কারণে। ভালোবেসে বিয়ে, ৮ বছর সংসার, অতপর শাকিব খানের বিচ্ছেদের চিঠি ভাবিয়েছে ভক্তদের। শাকিব খানের সঙ্গে বিচ্ছেদ, দেনমোহরসহ কত বিতর্কই না হয়েছে তাকে নিয়ে! কিন্তু নতুন বছর আর এসব তিক্ততা চান না অপু।
ভক্তদের শুভেচ্ছা জানাতে ফেসবুকে অপু লিখেছেন, নতুন আলোর অপেক্ষায়, পুরনো তিক্ততা ভুলে জীবন হোক রঙ্গীন, সাজুক বাহারি হাজার ফুলে। শুভ হোক নতুন বছর, শুভ ইংরেজি নববর্ষ।
নতুন বছর উদযাপনে একমাত্র সন্তান আব্রাম খান জয়কে নিয়ে সিলফি তুলে ফেসবুকে দুইটি ছবিও দিয়েছেন অপু। তাতে মা-ছেলে দু’জনকেই ফুরফুরে মেজাজে দেখা গেছে।