আওয়ামী লীগের জন্য নয়, বিএনপির হত্যার রাজনীতির জন্য সাধারণ মানুষ জিয়া পরিবারের সদস্যদের এখন ভয় পায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। সকালে কুষ্টিয়ায় নিজ বাসভবনে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘বিএনপি একটা খুনির দল। বেগম খালেদা জিয়ার হাত রক্তে রঞ্জিত। এই খুনিকে ভয় পাবে সাধারণ মানুষ, এটাই স্বাভাবিক। বেগম খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান, বিভিন্ন সময় ক্ষমতায় এসে এদেশের মানুষকে নিপীড়ন করেছে।’
তিনি দাবি করেন, ‘২৬ হাজার আওয়ামী লীগ নেতা-কর্মীকে তারা হত্যা করেছিলো। ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা করেছিলো সরকারের তত্ত্বাবধানে। এই ভয়াল ও নিষ্ঠুর হত্যাযজ্ঞ যারা চালাতে পারে ক্ষমতায় থেকে, তাদেরকে জনগণ ভয় পাবে- এটাই স্বাভাবিক।’