Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

বই উৎসবের সব প্রস্তুতি সম্পন্ন

কাল সোমবার সারাদেশে বই উৎসব। এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে এনসিটিবি। বছরের প্রথম দিনেই দেশের ৪ কোটি ৪২ লাখ ৪ হাজার ১৯৭ শিক্ষার্থীর হাতে উঠবে নতুন বই। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড জানিয়েছে, নতুন বই পৌঁছে গেছে সব জেলা-উপজেলায়।

নতুন বই পাওয়ার প্রসঙ্গে শিক্ষার্থীরা বলেন, নতুন বছরে নতুন বই পাবো। নতুন নতুন গল্প থাকবে, থাকবে নতুন বিষয়। এই আনন্দের কথা ভাষায় প্রকাশ করা যাবে না।

নতুন শ্রেণীতে নতুন বইয়ের ঘ্রাণ নিতে শিহরিত শিক্ষার্থীরা। সোমবার সারাদেশের প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হবে নতুন বই। শিক্ষার্থীরা ভাসবে. নতুন গল্প,কবিতা আর অজানাকে জানার আগ্রহে। এনসিটিবির দেয়া তথ্যমতে ২০১৮তে ৩৫ কোটি ৪২ লক্ষ ৯০ হাজার ১৬২টি পাঠ্য বই তুলে দেয়া হবে কোমলমতি শিক্ষার্থীর হাতে। যা গতবারের তুলনায়৭১ লাখ ৯৩ হাজার ৩৬৯টি বেশি।

ধানমন্ডির নিউ মডেল বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান বলেন, আমরা ১ তারিখ থেকে বই বিতরণ করব। বই আনার জন্য পরিবহন খরচও সরকার দিচ্ছে। অভিভাবকরা বিশাল এক বিড়ম্বনা থেকে রক্ষা পেয়েছে।

চাহিদার শতভাগ পাঠ্যপুস্তক বিতরণের লক্ষ্যে ইতোমধ্যে প্রান্তিক পর্যায়েও শতভাগ বই পৌঁছে দেয়া হয়েছে বলে উল্লেখ করে এনসিটিবি’র সদস্য ড. রতন সিদ্দীক বলেন, সকল স্তরের শিক্ষার্থীরা ৩৫ কোটি ৪২ লাখ ৯০ হাজার ১৬২টি পাঠ্যপুস্তক পাবে।

থরে থরে সাজানো রয়েছে বই। আগামীকাল দেশের ক্ষুদে শিক্ষার্থীরা একযোগে মাতবে বই উৎসবে। শিক্ষকরা বলছেন সরকারের এই সু-প্রয়াস সৃষ্টি করেছে অনন্য নজির। শিক্ষার পথ হচ্ছে সুগম আর এ পথেই এগিয়ে যাবে বাংলাদেশ।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top