বাড়ির মেয়েকে নিয়ে পালিয়ে গেছে তার প্রেমিক। এই ছিল অপরাধ। তাই শাস্তি দিতে প্রেমিকের মাকে গণধর্ষণ। এমনই অভিযোগ উঠলো যুবতির বাবা ও চাচাদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের শামিলি জেলায় ভোপুরা গ্রামে।
শামিলি জেলার গজ়িয়াবাদে একটি কলেজে পড়তেন নির্যাতিতা মহিলার ছেলে (২৬)। সেখানেই এক যুবতির সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর ২০ নভেম্বর ওই যুবক ও তাঁর প্রেমিকা নিয়ে পালিয়ে যায় তারা।
এরপর ওই যুবতির পরিবার ভোপুরা গ্রামে আসে। সেখান থেকে যুবকের পরিবারের সকল সদস্যকে নোজাল গ্রামে নিয়ে যান। এবং সেখানে গণধর্ষণ করা হয় যুবকের মাকে। পাশাপাশি অন্য সদস্যদের মারধর করা হয়।
এ ঘটনার প্রেক্ষিতে শামিলি জেলার পুলিশ সুপার জানিয়েছেন, এক যুবক প্রেমিকাকে নিয়ে পালিয়ে যাওয়ায় তার মাকে ধর্ষণ করা হয়েছে। যুবতির বাবা ও দুই চাচা এই ঘটনা ঘটিয়েছেন। তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
সূত্রঃ হিন্দুস্তান টাইমস।