স্বাস্থ্যসেবার স্বার্থে ডাক্তারদের যেকোনো জায়গায় কাজ করার মানসিকতা থাকতে হবে, অন্যথায় নতুন নিয়োগ দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ে সরকারি অ্যাম্বুলেন্স বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এছাড়া ভোট কমে যাওয়ার আশংকা থেকেই তৃণমূল মানুষের স্বাস্থ্যসেবায় গড়ে তোলা কমিউনিটি ক্লিনিকগুলো বন্ধের আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘যে ডাক্তারদের গ্রাম পর্যায়ে পাঠানো হয় তারা কায়দা করে ঢাকায় চলে আসার ব্যবস্থা করে। এভাবে তো হয়না তাহলে তারা প্রাইভেটভাবে প্রাকটিস করুন অনেক টাকা পাবেন। আমরা নতুন করে নিয়োগ দেব।’