রাজধানীর বকশিবাজার অস্থায়ী আদালতে বেগম খালেদা জিয়ার উপস্থিতিতে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার চতুর্থ দিনের যুক্তি-তর্ক উপস্থাপন চলছে। বুধবার সকাল ১১টায় আদালতে পৌঁছান বেগম জিয়া। বকশিবাজারে স্থাপিত অস্থায়ী আদালতে বেগম জিয়ার পক্ষে তার আইনজীবী আবদুর রেজাক খান সকাল থেকে যুক্তিতর্ক উপস্থাপন করছেন।
গত বৃহস্পতিবার ২৬, ২৭ ও ২৮ ডিসেম্বর পুনরায় বেগম খালেদা জিয়ার পক্ষে যুক্তি-তর্ক উপস্থাপনের দিন ধার্য করেন আদালত। এদিকে, গতকাল, যুক্তিতর্ক উপস্থাপন শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবীরা জানান, এ মামলায় সাক্ষীরা বেগম জিয়ার বিরুদ্ধে দুর্নীতির কোনো সংশ্লিষ্টতার প্রমাণ দিতে পারেননি।
তাই আদালত বেগম জিয়াকে এ মামলা থেকে খালাস দেবেন বলে আশা প্রকাশ করেন তার আইনজীবীরা। অন্যদিকে দুদকের আইনজীবী দাবি করেন, যুক্তিতর্কে বেগম জিয়ার সর্বোচ্চ শাস্তি দেয়ার মতো সব ধরনের প্রমাণ আদালতে উপস্থাপন করেছেন।