সামাজিক মূল্যবোধ ও নৈতিকতা সৃষ্টির উদ্দেশ্যে ঠাকুরগাঁও চেম্বার স্কুল এন্ড কলেজে ‘মায়ের পা ধোয়ানো’ নামে এক ব্যতিক্রম অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া বার্ষিক পরীক্ষার ফলাফল প্রদান করা হয়। মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও বাসস্ট্যান্ড চেম্বার স্কুল এন্ড কলেজ চত্বরে ওই অনুষ্ঠান উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
ঠাকুরগাঁও চেম্বার স্কুল এন্ড কলেজের সভাপতি হাবিবুল ইসলাম বাবলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আব্দুল আওয়াল, উপজেলা শিক্ষা অফিসার লিয়াকত আলী সরকার, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা সভাপতি মোদাচ্ছের হোসেন, পরিচালক শরিফুল ইসলাম শরিফ, মামুনুর রশীদ মামুন প্রমুখ।
পরে শিক্ষার্থীরা তাদের মায়েদের পা-ধোয়ানো শুরু করেন। পা ধোয়ানো শেষে স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়।