প্রত্যাশা মতই চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের ফাইনালে দূর্দান্ত শুরু করেছে বাংলাদেশের মেয়েরা। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে আছে বাংলাদেশ।
৪২তম মিনিটে একমাত্র গোলটি করেছেন শামসুন্নাহার।
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে অবশ্য দুদলই রক্ষণাত্মক ফুটবল খেলছিল। তবে দ্রুতই প্রতিপক্ষের দূর্গে আক্রমণের পর আক্রমণ শুরু করে বাংলাদেশ। তারপরও গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে ৪২ মিনিট পর্যন্ত। এর আগে দুটি সহজ সুযোগও এসেছিল লাল-সবুজ জার্সিধারীদের সামনে। কিন্তু বাংলাদেশ সে সুযোগগুলো কাজে লাগাতে পারেনি।
প্রথম সুযোগ এসেছিল ২২ মিনিটে। মারিয়ার মান্ডার দেয়া বল ধরে বক্সে ঢুকেছিলেন আনুচিং মগিনি। কিন্তু ভারতের গোলকিপারকে একা পেয়েও পরাস্ত করতে পারেননি।
ম্যাচের ৩২তম মিনিটে বাঁ-দিক দিয়ে বক্সে ঢুকে তহুরা খাতুনের কোনাকুনি শট দ্বিতীয় পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়।
এদিকে ম্যাচটি ঘিরে দর্শকদের আগ্রহ দেখা গেছে প্রবল। কমলাপুরের স্টেডিয়ামে মেয়েদের ম্যাচটি দেখতে গ্যালারিতে প্রায় ৮-১০ হাজার দর্শক এসেছেন। এর পেছনে অবশ্য মাইকিং আর মিডিয়ার বড় ভূমিকা আছে। দর্শকদের অনেকের হাতেই আছে জাতীয় পতাকা। নেচে গেয়ে চিৎকার করে তারা উৎসাহ দিচ্ছেন কিশোরীদের।