আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আসলে বিএনপি আন্দোলন করতে ব্যর্থ, এখন ছোটখাটো ভায়োলেন্সের ঘটনা দেখিয়ে তারা বাংলাদেশে আছে, একশনে আছে। এটা কর্মীদেরকে বোঝাতে চায়।
এটা হচ্ছে মূল কথা।
আজ রবিবার দুপুরে কুমিল্লার পদুয়াবাজার বিশ্বরোড রেলওয়ে ওভারপাস পরিদর্শনে এসে ওবায়দুল কাদের সাংবাদিকদের এসব কথা বলেন।
এ সময় সেতুমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি ইঙ্গিত করে বলেন, তিনি যখনই আদালতে যান তখনই তার লোকেরা মারামারিতে লিপ্ত হয়। পুলিশকে তারা উসকানি দেয়, রাস্তা দখল করে তারা পুলিশের প্রতি ইটপাটকেল ছোড়ে। পুলিশ তখন কী করবে? পুলিশকে বাধ্য হয়ে একশনে যেতে হয়।
তিনি আরো বলেন, বাংলাদেশে আগাম নির্বাচনের কোনো সম্ভাবনা নেই। আওয়ামী লীগ ক্ষমতায় এসে এমন কোনো খারাপ কাজ করেনি, যে ইস্যু দেখিয়ে বিএনপি আন্দোলন করবে। ক্ষমতা কি মামার বাড়ির আবদার নাকি, যে মানুষের কাছে চাইলে দিয়ে দিবে। এখন আর মিথ্যাচারের ভাঙা ঢোল বাজিয়ে কোনো লাভ নেই।
এ সময় উপস্থিত ছিলেন, সওজ কুমিল্লা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. শাহাব উদ্দিন খান, সওজ চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক অরুণ আলো চাকমা ও সওজ নির্বাহী প্রকৌশলী তোফাজ্জল হায়দার।