দুর্নীতির দুই মামলায় আজ আদালতে আত্মসমর্পণ করে আবারো জামিনের আবেদন করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গতকাল সোমবার একথা জানান বেগম জিয়ার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া।
জিয়া চ্যারিটেবল ও অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় গত বৃহস্পতিবার আদালতে হাজির না হওয়ায় জামিনের শর্ত ভঙ্গের দায়ে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। রাজধানীর বকশীবাজারের অস্থায়ী আদালতের বিচারক এ আদেশের পাশাপাশি আত্মপক্ষ সমর্থন করে জবানবন্দি দেয়ার কার্যক্রমের সমাপ্তি টেনে পরবর্তী তারিখে যুক্তিতর্ক উপস্থাপনের নির্দেশনা দেন। আগামী ৫, ৬ ও ৭ ডিসেম্বর টানা তিন দিন দুর্নীতির দুই মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করেন আদালত।