সন্তান তো পিতামাতা জন্য আশীর্বাদ। আর এ সন্তানের জন্যই অনেক বাব-মা তাদের সুখগুলোকে ত্যাগ করে। অথচ এই যুগের বাবা-মা সন্তানকে নিয়ে এক্সপেরিমেন্ট চালায় তাও আবার টিভির বিজ্ঞাপন দেখে! অবাক লাগলেও এটাই সত্যি। মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরি স্টেটের বাসিন্দা ২২ বছর বয়সী ডেরিক বয়েস স্লেজাক ও তার স্ত্রী মিকালা তাদের ৪ মাসের সন্তানের ওপর অমানুষিক অত্যাচার করে।
জানা গেছে, ডেরিক ও মিকালা তাদের ৪ মাস বয়সের শিশুপুত্রকে নিয়ে হাজির হয় এক হাসপাতালে। শিশুটির মুখে লাল দাগ দেখে সন্দেহ হয় সেখানকার ডাক্তারদের। দম্পতিরা হাসপাতালে জানায়, শিশুটির শরীরে কোনও অ্যালার্জি বেরিয়েছে। কিন্তু চিকিৎসকরা পরীক্ষা করে বুঝতে পারেন, এগুলো কোনও অ্যালার্জি নয়, এগুলো সেকেন্ড ডিগ্রি বার্ন ইনজুরি।
এদিকে, পুলিশ জেরা করতেই বেরিয়ে আসে আসল সত্য। তারা জানায়, এক টিভি বিজ্ঞাপনে এমন এক দৃশ্য দেখে অনুপ্রাণিত হয়ে তারা শিশুটিকে মাইক্রোওয়েভের ভেতরে কিছুক্ষণ রেখে দিয়েছিল। ডেরিক ও মিকালার বর্তমানে সেন্ট ফ্রাঁসোয়া কাউন্টি জেলে হয়েছে বলে জানা গেছে।