বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পয়েন্ট তালিকায় শীর্ষে আছে ঢাকা ডায়নামাইটস। পাঁচ ম্যাচে তাদের সংগ্রহ সাত পয়েন্ট। স্বাভাবিক কারণে আত্মবিশ্বাস বেশ তুঙ্গে সাকিব আল হাসানের দলের। আসরে নিজেদের ষষ্ঠ ম্যাচে আজ তারা মুখোমুখি হচ্ছে রাজশাহী কিংসের। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এ ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমেছে ঢাকা।
পয়েন্ট তালিকায় ঢাকা সবার ওপরে থাকলেও আজকের ম্যাচে তাদের প্রতিপক্ষ রাজশাহী খুব একটা ভালো অবস্থানে নেই। মুশফিক-মুনিনুলের দলটি পাঁচ ম্যাচের মাত্র দুটিতে জয় পেয়ে চার পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রেয়েছে। তাই আজকের ম্যাচটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
অবশ্য শক্তি-সামর্থ্যের বিচারে ঢাকা বেশ এগিয়েই আছে। তাদের এই দলে পাকিস্তানি তারকা শহীদ আফ্রিদি ছাড়াও সুনীল নারাইন, কুমার সাঙ্গাকারা, এভিন লুইস, কাইরন পোলার্ডের মতো তারকারা খেলছেন।
আর মুশফিকের রাজশাহী কিছুটা পিছিয়ে থাকলেও তাদের এই দলেও আছেন কয়েকজন ভালো ক্রিকেটার। জেমস ফ্র্যাঙ্কলিন, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, ড্যারেন স্যামি, সামিট প্যাটেল, কেসরিক উইলিয়ামসের মতো ক্রিকেটারদের যে কেউ পারেন একটা ম্যাচের চিত্র পাল্টে দিতে।
তাই ম্যাচটা যথেষ্টই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে পারে। তা ছাড়া রাজশাহীর জন্য প্রেরণা হতে পারে আগের ম্যাচে সিলেট কিংসের বিপক্ষে দারুণ একটি জয় ঘরে তুলেছে। নাসিরের দলটিকে তারা হারিয়েছে সাত উইকেটে সহজেই।