দেশের সামগ্রিক চামড়া শিল্পের বিকাশের জন্য চট্টগ্রাম ও রাজশাহীতে দুটি চামড়া শিল্পাঞ্চল গড়ে তোলা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত ‘লেদার প্রোডাক্ট শোর উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা জানান। এসময় তিনি দেশি-বিদেশি উদ্যোক্তাদের এ শিল্পে বিনিয়োগের আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, ‘চট্টগ্রাম ও রাজশাহীতে দুটি চামড়া শিল্পাঞ্চল গড়ে তোলা হবে। এরই মধ্যে এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ আমরা নেব। কারণ শুধুমাত্র ঢাকার মধ্যে থাকলেই হবে না চামড়া শিল্পাঞ্চল বাংলাদেশেও ছড়িয়ে দিতে হবে।’
তিনি আরো বলেন, ‘চামড়া খাতে ১৫ শতাংশ নগদ সহায়তা আসছে ৫ বছরে অব্যাহত রাখার বিষয়টি আমরা অগ্রাধিকার ভিত্তিতে সক্রিয় রাখার সিদ্ধান্ত নিয়েছি। এ ব্যবসার সঙ্গে যারা জড়িত তাদের একটা উদ্যোগ নিতে হবে। যারা এই পশু চামড়া সংরক্ষণের বিষয়ে জড়িত তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে। এছাড়া উপযুক্ত ছুরি বা কাঁচি সংরক্ষণ করতে হবে এবং তা সরবারহের ব্যবস্থাও করতে হবে।’
চামড়া শিল্পায়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা যদি একটু আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে পারি, তাহলে আমরা আমাদের চামড়াকে অত্যন্ত মূল্যবান হিসেবে তৈরি করতে পারি। কিন্তু আমাদের মধ্যে এ ধরণের সচেতনতা এখনো গড়ে ওঠেনি। আমি আশা করি আমাদের ব্যবসায়ীরা এ ব্যাপারে সতর্ক হবেন। আর এতে সরকার সকল প্রকার সহায়তা করবে।’