Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

চ্যাম্পিয়নদের হার দিয়ে বিপিএল শুরু

বিপিএলের এবারের আসে নতুন দল হিসেবে আত্মপ্রকাশ করেছে সিলেট সিক্সার্স। অভিষেক ম্যাচে ঘরের মাঠে জয় দিয়ে বিপিএলের যাত্রা শুরু করলো তারা। বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডাইনামাইটসকে তারা হারিয়েছে ৯ উইকেটের বড় ব্যবধানে। কাগজে কলমে ঢাকার যে শক্তিমত্তা মাঠে তার ছিটেফোঁটাও দেখাতে পারেনি তারকাখচিত দলটি।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে মোটেও বেগ পেতে হয়নি সিলেটকে। দুই ওপেনার উপল থারাঙ্গা এবং আন্দ্রে ফ্লেচারের অর্ধশতকে সহজেই পৌঁছ যায় জয়ের বন্দরে। আদিল রশিদের বলে ক্যাচ দেয়ার আগে ফ্লেচার করেন ৬৩ রান। থারাঙ্গা ৬৮ এবং সাব্বির রহমান অপরাজিত থাকেন ২ রানে।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরুতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন সিলেট অধিনায়ক নাসির হোসেন। বল তুলে নেন অধিনায়ক নিজেই। প্রথম ওভারেই এনে দেন ব্রেকথ্রু। শূন্য রানে ফেরান মেহেদী মারুফকে। এরপর কুমার সাঙ্গাকারার সঙ্গে জুটি বেধে প্রাথমিক ধাক্কা সামাল দেন আরেক ওপেনার এভিন লুইস। দলীয় ৫৬ রানের সময় নাসিরের দ্বিতীয় শিকারে পরিণত হন লুইস (২৬)। এরপর নিয়মিত বিরতিতে উইকেট পড়েছে অপরদিকে শ্লথ হয়েছে রানের চাকা। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৬ রান তোলে ঢাকা।

নাসিরের সঙ্গে দুইটি করে উইকেট নেন আবুল হাসান এবং লিয়াম প্লাঙ্কেট।

স্কোর: ঢাকা ডাইনামাইটস ১৩৬/৭ (সাঙ্গাকারা ৩২; নাসির ২১/২, প্লাঙ্কেট ২০/২) সিলেট সিক্সার্স ১৩৫/১ (ফ্লেচার ৬৩, থারাঙ্গা ৬৮; রশিদ ৩১/১)

সিলেট সিক্সার্স ৯ উইকেটে জয়ী।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top