নিজস্ব প্রতিবেদক: ২০২১ সালের মধ্যে দেশের সব নাগরিকের জন্য ইন্টারনেট সুবিধা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে জাতিসংঘের এপিআইএস স্টিয়ারিং কমিটির অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। একইসময়ে তথ্যপ্রযুক্তি খাতে হাজার হাজার কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে বলেও জানান জুনাইদ আহমেদ পলক। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর মধ্যে ডিজিটাল কানেক্টিভিটি বাড়ানোর উপর জোর দেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
বর্তমানে বিশ্ব অর্থনীতিতে এশিয়ার আধিপত্য দিন দিন বাড়ছে। এ ধারা অব্যাহত রাখতে এশিয়া-প্যাসিফিক দেশগুলোর মধ্যে কানেক্টটিভিটি বাড়ানো প্রয়োজন। এক্ষেত্রে তথ্যপ্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। কারণ এটি কানেক্টিভিটি বাড়ানোর পাশাপাশি দক্ষ মানব সম্পদ তৈরি করবে।