কুড়িগ্রামের রৌমারীতে ১৬২ পিস ইয়াবাসহ মানিক মিয়া (৩৫) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। গতকাল রবিবার দিবাগত রাতে উপজেলার শৌলমারী ইউনিয়নের বড়াইকান্দি বাজারে তার মুদি দোকান থেকে তাকে আটক করা হয়।
আটক মানিক মিয়া বড়াইকান্দি গ্রামের রহিজল হকের ছেলে।
এ ব্যাপারে রৌমারী থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, মানিক মিয়া মুদি ব্যবসার আড়ালে ইয়াবা বিক্রি করে আসছিলেন। খবর পেয়ে রাতে তার দোকানে অভিযান চালিয়ে ১৬২ পিস ইয়াবাসহ তাকে আটক করে পুলিশ।
তিনি আরো জানান, আটক মানিক মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
Share!