গেন্ডারিয়া থানায় গতসোমবার রাত প্রায় ৯টার দিকে রাজধানীর পুরান ঢাকার গেন্ডারিয়া থানা এলাকার মেথরপট্টি রোডস্থ শাহ্- সাহেব লেনের ৩৪॥১ নম্বর বাসা থেকে ৩জন নারী,৩জন পুরুষ ও দেহ ব্যবসার বিভিন্ন সরঞ্জাম সহ রিপন নামের এক ভুয়া সাংবাদিক কে আটক করেছে গেন্ডারিয়া থানা পুলিশ।গোপন সংবাদের ভিক্তিতে গেন্ডারিয়া থানার এস আই সাজ্জাদুজ্জামানের নেতৃত্বে ও তার সহকর্মী এ এস আই সাহালম, রমজান, মাসুদ ওয়াদুদ,মাসুদ,মোশারফ এবং কনস্টেবল রফিকের সাহায্যে অভিযান চালিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে পরিচালিত এই ব্যবসার অবসান ঘটিয়ে ভুয়া সাংবাদিক রিপন ও তার সহযোগীদের সাথে খরিদ্দার সহ আটক করতে সক্ষম হয়।আটককৃতরা হচ্ছে সাথী বেগম(২৮),আখি ওরফে সাথী(২০),ববি(২২),সুমন মিয়া(২৮),সাংবাদিক পরিচয়দানকারী রিপন শেখ(২৮) ও সবুজ মীর(২৮)।অভিযোগ উঠেছে রিপন দীর্ঘদিন ধরে সাংবাদিকতার পরিচয় দিয়ে বিভিন্ন জুয়ার স্পট, নারী ব্যবসা, মানব পাচার নিয়ন্ত্রন এবং বিভিন্ন ব্যক্তিকে ভয়ভীতি দেখিয়ে মোটা অঙ্কের অর্থ আদায় করত। এসব বিষয়ে গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমানের সাথে আলাপ করলে তিনি জানান রিপনের সাংবাদিকতার সঠিক কোন প্রমাণ পাওয়া যায় নি।এছাড়া বিভিন্ন পত্রিকার পরিচয় দিলে পত্রিকার সম্পাদকদের সাথে কথা বলেও তার পরিচয় নিশ্চিত হওয়া যায় নি।তবে তিনি অনলাইন পোর্টাল টাইমস ২৪.নেট,দৈনিক রুপবানী,দৈনিক সংবাদ দিগন্ত,দৈনিক নতুন দিন,সাপ্তাহিক মুক্তমন এবং বিজয় টেলিভিশনের পরিচয়ও দিয়েছে,কিন্তু এর কোনই সত্যতা পাওয়া যায় নি।কোন সত্যতা না পাওয়ায় এবং নারী-পুরুষ সহ হাতে-নাতে আটক করায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অনুযায়ী মানব পাচার অবিযোগে একটি মামলা দায়ের করে মঙ্গলবার তাকে ও তার সহযোগীদের সহ আদালতে প্রেরণ করে ৫ দিনের রিমান্ড চাইলে আদালত তাদের ১ দিনের রিমান্ড মঞ্জুর করে।যেহেতু এর আগেও এই রকম আরও অভিযোগ ছিল রিপনের বিরুদ্ধে কিন্তু সঠিক প্রমান না থাকায় তাকে আটক করা যায় নি। বর্তমানে রিপনের গেন্ডারিয়া থানার মামলা নম্বর ৩৬॥১৭।
সাংবাদিক নামধারী রিপনসহ ৬ পুরুষ ও মহিলা আটক
Share!