Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

রোহিঙ্গাদের দেখতে আজ কক্সবাজার যাচ্ছেন খালেদা জিয়া

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের দেখতে ও তাদের মধ্যে ত্রাণ বিতরণ করতে আজ শনিবার কক্সবাজার যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এ কারণে আগেই কক্সবাজারে পৌঁছেছেন দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়।

জানা গেছে, আজ সকাল ১০টায় গুলশানের বাসবভন থেকে সড়কপথে কক্সবাজারের উদ্দেশে রওনা হবেন বিএনপি চেয়ারপারসন। এ সময় তাঁর গাড়িবহরে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতৃবৃন্দ থাকবেন।

সফরের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবে ইলাহী শামীম জানান, চেয়ারপারসনের আগমন উপলক্ষে দলের নেতাকর্মীরা উজ্জ্বীবিত। এমনকি সাধারণ মানুষজনও উজ্জ্বীবিত। তা ছাড়া, ম্যাডাম যেখানে যান সেখানেই তো জনতার ঢল নামে। আমাদের এখানেও তার ব্যতিক্রম হবে না।

এদিকে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য খালেদা জিয়ার এই সফর গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অনেকে।

উল্লেখ্য, এর আগে ২০১২ সালের ১০ নভেম্বর কক্সবাজারের রামুতে বৌদ্ধপল্লী পরিদর্শনে গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top