৫ হাজার ৭৮৩ কোটি টাকা ব্যয়ে ১০ প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক। আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলানগর এনইসি সম্মেলনকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেয়া হয়।
সভাশেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রেস ব্রিফিংয়ে একথা জানান। সভায় শুধু বিটিসিএলের আধুনিকায়নের জন্য আড়াই হাজার কোটি টাকার প্রকল্প পাস করা হয়েছে।
পরিকল্পনামন্ত্রী বলেন, আধুনিক যন্ত্রপাতি ক্রয়সহ বিটিসিএলের উন্নয়ন সাধনের জন্য এই প্রকল্প হাতে নেয়া হয়েছে। এরআগেও একবার প্রকল্পটি একনেক সভায় আনা হয়েছিল। ওইসময় প্রধানমন্ত্রী বেশ কিছু নির্দেশনা দিয়ে প্রকল্পটি ফেরত পাঠান।