ভারত থেকে সাতক্ষীরা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে আসার পথে নারী, পুরুষ শিশুসহ ১৯ রোহিঙ্গাকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। আজ বুধবার সকালে সাতক্ষীরা সদর উপজেলার পদ্মশাখরা সীমান্ত থেকে তাদের উদ্ধার করা হয়।
তবে উদ্ধারকৃতদের নাম পরিচয় জানা যায়নি।
বিজিবির পদ্মশাখরা বিওপির কোম্পানি কমান্ডার মোশারফ হোসেন জানান, ভারত থেকে বাংলাদেশে ঢোকার সময় ১৯ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১০ জন শিশু, ৬ জন নারী ও ৩জন পুরুষ রয়েছে। উদ্ধারকৃতদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
Share!