জঙ্গি মারজানের বোন : এসপি
স্টাফ রিপোটার: যশোর পৌর এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি চারতলা বাড়ি ঘিরে রেখেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সেখানে রাজধানীর গুলশানে স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজান বেকারিতে হামলায় জড়িত এবং পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত জঙ্গি নুরুল ইসলাম মারজানের বোন খাদিজা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গতকাল রোববার রাত ১০টার পর থেকে শহরের ঘোপ নওয়াপাড়া রোড জামে মসজিদের পেছনে ওই বাড়ি ঘিরে রাখা হয়। যশোরের পুলিশ সুপার (এসপি) আনিসুর রহমান জানান, বাড়িটিতে জঙ্গি মারজানের বোন খাদিজা রয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। তাঁকে আত্মসমর্পণের জন্য মাইকিং করা হচ্ছে। এতে কাজ না হলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা জানান, সন্দেহভাজন জঙ্গি আস্তানা থেকে সাধারণ বাসিন্দাদের বের করে আনা হয়েছে। সেখানে শুধু জঙ্গি পরিবারটি অবস্থান করছে। বাড়িটির নিচে সোয়াটের একটি দলের সদস্যরা অবস্থান নিয়েছেন। এ বিষয়ে বাড়ির মালিক হায়দার আলী জানান, ভোর ৪টার দিকে এক আত্মীয়ের কাছ থেকে খবর পেয়ে তিনি তাঁর বাড়ির কাছে আসেন। কিন্তু পুলিশ তাঁকে বাড়িতে ঢুকতে দিচ্ছে না। হায়দার আরো জানান, তাঁর বাড়িতে দুটি পরিবার ভাড়া থাকে। তিনি তাঁর পরিবার নিয়ে পাশের একটি বাড়িতে ভাড়া থাকেন। হায়দার বলেন, তাঁর চারতলা বাড়ির দ্বিতীয় তলার পশ্চিম অংশে মশিয়ার রহমান নামের এক ব্যক্তি তিন সন্তান ও স্ত্রীকে নিয়ে এক বছর ধরে ভাড়া রয়েছেন। পুলিশ এই পরিবারটিকেই জঙ্গি বলে সন্দেহ করছে বলে তিনি জানতে পেরেছেন। মশিয়ার রহমানের বাড়ি কুষ্টিয়ায়। তিনি একটি বেসরকারি কোম্পানির চাকরিজীবী বলে পরিচয় দেন। কোন সংবাদ কর্মীকে বাড়িটির কাছে যেতে দেওয়া হচ্ছে না। পরবর্তী সময়ে এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, ওই বাড়িটিতে জঙ্গিরা অবস্থান করছে—ঢাকা থেকে এমন তথ্য পাওয়ার পর বাড়িটি ঘিরে রাখা হয়েছে। পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট ও সোয়াটের একটি দল সকালে যশোর পৌঁছেছে। তারা অভিযানে অংশ নেবে।