হবিগঞ্জে সন্দেহভাজন হিসেবে ছাত্রদল ও যুবদলের ১২ নেতাকর্মীসহ ২১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
গতকাল শুক্রবার দিবাগত রাতে সদর থানার এসআই রকিবুল হাসান ও আসাদুজ্জামানসহ একদল পুলিশ শহরের হকার্স মার্কেট এলাকা থেকে তাদের আটক করে।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মো. ইয়াছিনুল হক জানান, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা গভীর রাতে ওই এলাকায় জড়ো হলে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়।
এদিকে হবিগঞ্জ জেলায় পুলিশের অভিযানে ৯ পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার রাত থেকে আজ শনিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে সাতজন পরোয়ানাভুক্ত এবং দুজন নিয়মিত মামলার আসামি রয়েছে।
হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) নাজিম উদ্দিন এ তথ্য জানান।