আজ জানা যাবে
মিস ওয়ার্ল্ড বাংলাদেশের ভাগ্য
স্টাফ রিপোটার: অবশেষে সকল বিতর্কের অবসান ঘটাতে বুধবার বিকেল চারটায় সংবাদ সম্মেলন ডেকেছে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতার আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজ।
অন্তর শোবিজের প্রধান স্বপন চৌধুরী জানান, বুধবার বিকেল চারটায় রাজধানীর ওয়েস্টিন হোটেলে পুরস্কার প্রদান অনুষ্ঠান ও সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
শুরুতে শোনা যাচ্ছিলো বিয়ের খবর প্রকাশ পাওয়ায় মুকুট হারাতে পারেন প্রতিযোগিতার বিজয়ী জান্নাতুল নাঈম এভ্রিল। তার বদলে নতুন বিজয়ী ঘোষণা করা হতে পারে জান্নাতুল সুমাইয়া হিমি অথবা জেসিয়া ইসলামকে।
বাংলাদেশের আইন অনুযায়ী ১৬ বছর বয়সে অনুষ্ঠিতে এভ্রিলের বিয়ের কোন ভিত্তি নেই। সুতরাং সংবাদ সম্মেলনে পুরো ঘটনা কোন দিকে মোড় নেয়- সেদিকেই এখন চোখ থাকবে সবার।