ট্রেনের নিচে আর কত মৃত্যু ??
এ,কে,এম শফিকুল ইসলামঃ রাজধানীর খিলক্ষেতের বনরূপা এলাকার ট্রেনের ধাক্কায় অজ্ঞাত (৪০) এক নারীর মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। আজ রোববার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. রবিউল্লাহ এর সত্যতা নিশ্চিত করেছেন। এএসআই আরো জানান, নিহত নারীর পরনে ছিল গোলাপি ও হলুদ রঙের সোলোয়ার কামিজ। তিনি বনরূপা এলাকায় রেলাইন দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।