‘১২তম সিটি করপোরেশন হবে ফরিদপুর’
শিগগিরই ফরিদপুর পৌরসভাকে সিটি করপোরেশন ঘোষণা করা হবে। এটি হবে দেশের ১২তম সিটি করপোরেশন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বৃহস্পতিবার ফরিদপুরের ধোপাডাঙ্গা মন্দিরে পূজা পরিদর্শনের সময় এ কথা জানান। এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া, পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা, জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, সদর উপজেলার চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, বোয়ালমারী উপজেলার চেয়ারম্যান মোশাররফ হোসেন মুশা প্রমুখ। খন্দকার মোশাররফ হোসেন আরো বলেন, ‘দেশে ধর্মীয় সম্প্রীতি বজায় রয়েছে। এ কারণে মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধসহ সব ধর্মের মানুষই নিজ নিজ ধর্ম নির্বিঘ্নে পালন করতে পারছেন। খন্দকার মোশাররফ আরো বলেন ‘কোনো ধর্মই মারামারি, হানাহানি সমর্থন করে না। সব ধর্মেই বলা আছে মানবতার কথা, শান্তির কথা, সৌহার্দ্যের কথা। কোনো ধর্মেই হানাহানি করার কোনো স্থান নেই। খন্দকার মোশাররফ হোসেন এলাকার বিভিন্ন মন্দিরে প্রতিমা পরিদর্শন করেন।