বাগেরহাটের মোংলায়
হরিণের চামড়াসহ যুবক আটক
বাগেরহাটের মোংলা উপজেলায় অভিযান চালিয়ে হরিণের চামড়াসহ এক যুবককে আটক করেছে কোস্টগার্ড। আজ শনিবার ভোর ৪টার দিকে মোংলার পশুর নদের লাউডোব খেয়াঘাটসংলগ্ন এলাকা থেকে ওই যুবককে আটক করা হয়। আটক হওয়া ইমাম হোসেন খুলনার দাকোপ থানার লাউডোব গ্রামের বাসিন্দা। কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা) অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট এম এইচ আই সিদ্দিক জানান, আজ ভোর ৪টার দিকে পশুর নদীর লাউডোব ঘাটের পাশে অভিযান চালানো হয়। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি বুঝতে পেয়ে সংঘবদ্ধ পাচারকারী চক্রের সদস্যরা পালিয়ে যাওয়ার সময় ইমাম হোসেন কে আটক করা হয়। তাঁর কাছ থেকে একটি হরিণের চামড়া উদ্ধার করা হয়েছে। পরে চামড়াসহ তাঁকে পূর্ব সুন্দরবনের দাঁদপাই রেঞ্জের ঢাংমারী ফরেস্ট স্টেশনে হস্তান্তর করা হয়েছে। কোস্টগার্ড কর্মকর্তা সিদ্দিক বলেন, দীর্ঘদিন ধরে সুন্দরবনের বিভিন্ন জায়গা থেকে হরিণ শিকার ও পাচার করে আসছিল সংঘবদ্ধ একটি চক্র। তাদের একজন ইমাম হোসেন (২১) কে আজ আটক করা হয়েছে।