টোটাল গ্যাসকে করপোরেট অফিস খুঁজে দিল বিডি প্রপার্টি
বাংলাদেশের অন্যতম জনপ্রিয় রিয়েল এস্টেট ই-কমার্স এজেন্সি বিডি প্রপার্টি ডটকম। প্রতিষ্ঠার পর থেকে থেকে বেশ সুনামের সঙ্গে করপোরেট ও ব্যক্তিগত গ্রাহকের কাজ করে আসছে প্রতিষ্ঠানটি। এর মধ্যেই ২০ হাজারের বেশি আবাসনের ব্যবস্থা করেছে তারা। সাফল্যের সঙ্গে কাজ করে বেশ সুনাম কুঁড়িয়েছে প্রতিষ্ঠানটি।
সম্প্রতি বাংলাদেশের অন্যতম এলপি গ্যাস আমদানিকারী প্রতিষ্ঠান প্রিমিয়ার এলপি গ্যাস লিমিটেডকে (টোটাল গ্যাস) নতুন করপোরেট অফিসের ব্যবস্থা করে দেয় বিডিপ্রপার্টি ডটকম। প্রতিষ্ঠানটির নতুন ঠিকানা এখন রাজধানীর গুলশানের এক নম্বর সেক্টরের গুলশান এভিনিউয়ের ‘দ্য গ্লাস হাউস’।
বিডি প্রোপার্টির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনায় আকর্ষণীয় অফিস পেয়ে বেশ খুশি টোটাল গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মঞ্জুর মোরশেদ সিদ্দিকী। তিনি বলেন, ‘আমি মনে করি আমাদের কর্মীদের জন্য এ রকম একটি অসাধারণ জায়গা খুঁজে পাওয়া সম্ভব হতো না। তবে বিডি প্রপার্টি ডটকম আমাদের জন্য এটি সহজ করে দিয়েছে। তারা অত্যন্ত পেশাদার ও তারা ক্লায়েন্টের কাছে প্রকৃত অর্থেই খুব ভালো। নতুন জায়গাটি আমাদের সবারই খুব পছন্দ হয়েছে।’
বিডি প্রপার্টি ডটকমের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (করপোরেট সেলস) আলিনুর রহমান বলেন, ‘বিডি প্রপার্টি ডটকমে টিম হিসেবে একসাথে কাজ করায় আমরা আমাদের ক্লায়েন্টের কাছে খুব কৃতজ্ঞ। আমাদের ব্যবসায় ঘনিষ্ট সম্পর্কের মাধ্যমে আমরা ক্লায়েন্টের প্রয়োজনীয়তাগুলো বুঝতে পারি এবং তাদের পছন্দসই অবস্থান খুঁজে দেই যাতে তারা আরো ভালোভাবে তাঁদের ব্যবসায়িক কাজ-কর্ম সম্পাদন করতে পারেন। আমরা আমাদের ক্লায়েন্টদের সব ইতিবাচক অভিজ্ঞতার অংশীদার হতে পেরে নিজেদের সৌভাগ্যবান মনে করছি।’
বিডি প্রপার্টি ডটকম শিগগিরই বাংলাদেশের প্রোপার্টি শিল্পের কেন্দ্রে অবস্থান করবে আশা প্রকাশ করে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক নসওয়ারদি বলেন, ‘প্রযুক্তি নির্ভরশীলতা বৃদ্ধির পাশাপাশি ইন্টারনেটের মাধ্যমে আপনার প্রয়োজনীয় ও ক্রমাগত সেবা প্রদানে বিডিপ্রপার্টি অপ্রতিদ্বন্দ্বী। আমরা আমাদের সব ক্লায়েন্টকে ব্যক্তিগতভাবে সেবা প্রদানে বিশ্বাসী এবং এই চাহিদা পূরণের জন্য আমরা আমাদের কোম্পানির কাঠামো গঠনের পাশাপাশি বাংলাদেশের প্রপার্টি শিল্পের চাহিদা পূরণেও সক্ষম হবো।’
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিডি প্রপার্টি ডটকমের সেবার গুণগত মান আরো বাড়াতে প্রতিষ্ঠানটির সেলস টিম সম্প্রসারণ করা হচ্ছে। ঢাকা ও চট্টগ্রামের গ্রাহকদের জন্য কাজ করছে দলটি। এতে গ্রাহকদের চাহিদাগুলো আরো ভালোভাবে পূরণ করা সম্ভব।