এ কেমন বর্বরতা !
ঝালকাঠির নলছিটি উপজেলায় একটি ঘেরে বিষ প্রয়োগ করে ১০ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার গোদণ্ডা গ্রামে হাওলাদার মৎস্য খামারের একটি ঘেরে বিষ দেয় দুর্বৃত্তরা। আজ বুধবার সকালে ঘেরের বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে ওঠে। ঘেরের মালিক আবদুর রহিম হাওলাদার অভিযোগ করেন বলেন, গোদণ্ডা গ্রামে ৬০ একর জমিতে এ বছরের শুরুতে মাছের ঘেরটি করা হয়। ঘেরে রুই, কাতলা, গ্রাস কার্প, মিনার কার্প, সিলভার কার্পসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা হয়। শত্রুতাবশত গত রাতে দুর্বৃত্তরা মাছের ঘেরে বিষ প্রয়োগ করে। সকালে স্থানীয়রা পানিতে মাছ ভাসতে থাকেন। আবদুর রহিম জানান, খবর পেয়ে মরা মাছগুলো ঘের থেকে ওপরে তোলা হয়। ছোট-বড় এই মাছগুলো মরে যাওয়ায় প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সুলতান মাহমুদ বলেন, পুকুরে বিষ দেওয়ার বিষয়ে থানায় একটি অভিযোগ করা হয়েছে। তদন্ত শুরু করা হয়েছে।