রাজধানীর সকল মণ্ডপ থাকবে সিসিটিভির আওতায়: ডিএমপি
এ,কে,এম শফিকুল ইসলামঃ শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে নগরীর ২৩১টি পূজা মণ্ডপে নিশ্ছিদ্র নিরাপত্তা নেয়ার পাশাপাশি সব ধরনের ব্যাগ, ধাতব বস্তু, ছুরি ও বিস্ফোরক নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটান পুলিশ। সোমবার সকালে, রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে এ কথা জানান ডিএমপি কমিশনার। এ সময়, দশমীর দিন মণ্ডপগুলো থেকে বিকেল ৩টায় দেবী বিসর্জনের উদ্দেশে বের হয়ে নির্ধারিত স্থানে যাওয়ার নির্দেশনাও দেন তিনি। ডিএমপি কমিশনার বলেন, ‘এবারের পূজায় ঢাকার প্রতিটি মণ্ডপ সিসিটিভির আওতায় থাকবে। আর্চওয়ের মাধ্যমে সবাইকে ঢুকতে হবে। মন্দিরে ব্যাগ, ছুরি, কাঁচি ও কোনো ধরনের থলে আনা যাবে না বলেও সবাইকে জানান তিনি। ঢাকা শহরে মোট মন্দিরের সংখ্যা ২৩১টি। এই মন্দিরগুলোকে ‘ক’, ‘খ’, ও ‘গ’ শ্রেণিতে ভাগ করে সে অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান ডিএমপি কমিশনার। ধানমন্ডি পূজা মণ্ডপ, রামকৃষ্ণ মিশন পূজা মণ্ডপ, ঢাকেশ্বরী পূজা মণ্ডপ, গুলশান-বনানী পূজা মণ্ডপ ‘ক’ শ্রেণিভুক্ত। ‘খ’ শ্রেণিভুক্ত মণ্ডপ মোট ৫টি। আছাদুজ্জামান বলেন, ‘সুনির্দিষ্ট কোনো হুমকি না থাকলেও আন্তর্জাতিক ও জাতীয় প্রেক্ষাপটে নাশকতার বিষয়টি মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে।