পূর্ব লন্ডনের একটি শপিং সেন্টারে এসিড হামলা চালানো হয়েছে। হামলায় আহত হয়েছেন ছয়জন।
এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।স্কটল্যান্ড ইয়ার্ড সূত্রে জানা গেছে, গতকাল শনিবার রাত ৮টার আগে স্টার্টফোর্ডের ওয়েস্টফিল্ড শপিং সেন্টারে এ ঘটনা ঘটে। সূত্র আরো জানায়, কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি এসিড হামলাটি ঘটায়। এদের মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
লন্ডনের অ্যাম্বুল্যান্স সার্ভিস ও ফায়ার সার্ভিসের তরফ থেকে জানা গেছে, শপিং সেন্টারের একাধিক জায়গা থেকে আক্রান্ত হওয়ার খবর এসেছে। তবে এখন পর্যন্ত নিশ্চিতভাবে ছয়জনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।
এ ব্যাপারে মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র জানিয়েছেন, ঘটনাটি দুর্ভাগ্যজনক। কিন্তু সন্ত্রাসবাদী হামলা নয়। জায়গাটি ঘিরে ফেলা হয়েছে।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।উল্লেখ্য, এ ঘটনার কিছুদিন আগেও লন্ডনের টিউব স্টেশনগুলিতে সন্ত্রাসবাদী হামলা চালানো হয়। ওই সময় দেশটির পারসনস গ্রিন স্টেশনে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের ফলে একাধিক মানুষ আহত হন।