ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের এমএ, এমএসএস, এমএসসি ও এমবিএস শেষ পর্বের (নতুন ও পুরনো সিলেবাস অনুযায়ী) ২৮ সেপ্টম্বরের পরীক্ষা স্থগিত করা হয়েছে। গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণবশত ২৮ সেপ্টম্বরের পরীক্ষা স্থগিত করা হলো। ওই পরীক্ষা ১ নভেম্বর যথাসময়ে অনুষ্ঠিত হবে। এ ছাড়া ১৭ সেপ্টেম্বর স্থগিতকৃত গণিত পরীক্ষা ৩১ অক্টোবর যথাসময়ে অনুষ্ঠিত হবে।
এতে আরো বলা হয়েছে, এ বিষয়টি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ঢাকা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ কর্তৃপক্ষকে জানানো হয়েছে।