Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

বরিশালে ইয়াবাসহ পুলিশ সদস্য আটক

বরিশাল সিটি করপোরেশনের রুপাতলী এলাকায় অভিযান চালিয়ে এক পুলিশ সদস্যসহ তিনজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৪৫২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে বরিশাল কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।আটককৃতরা হলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কনস্টেবল ও বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের হলতা গ্রামের মো. শাহজাহান সিরাজের ছেলে মো. সাইফুল ইসলাম (২০), একই উপজেলার নিয়ামতি ইউনিয়নের রামনগর এলাকার মো. রুস্তম আলী তালুকদারের ছেলে মো. কামরুল ইসলাম তালুকদার (৩৫) ও নিয়ামতি ইউনিয়নের মহেষপুর এলাকার মৃত শাহজাহান মুন্সীর ছেলে মো. জাহিদুল ইসলাম (৩০)।

এ ব্যাপারে বরিশাল কোতোয়ালি মডেল থানার এসআই সত্যরঞ্জন খাসকেল জানান, উভয় মামলায় বাদী হয়েছেন মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই দেলোয়ার হোসেন। যার মধ্যে একটি মামলায় আটক তিনজনকে এবং অপর মামলায় শুধু জাহিদুলকে আসামি করা হয়েছে।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top