রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করলেন সেনাপ্রধান
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেছেন সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক। বুধবার দুপুরে কুতুপালং স্থায়ী রোহিঙ্গা ক্যাম্পে পরিদর্শনে যান তিনি। এসময় পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাসুদ রেজোয়ান, ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা, বিজিবির কক্সবাজার অঞ্চলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে রোহিঙ্গা নিবন্ধন কার্যক্রম ঘুরে দেখেন সেনাপ্রধান। রোহিঙ্গাদের ‘ত্রাণ ও পুনর্বাসন’ কার্যক্রমে সেনাবাহিনীর দায়িত্ব নেয়ার একদিন আগেই শরণার্থী ক্যাম্প পরিদর্শনে গেলেন বাহিনীর প্রধান। পরিদর্শন শেষে গণমাধ্যমে কথা বলেন পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক।
পাসপোর্ট অধিদপ্তরের ডিজি মেজর জেনারেল মো. মাসুদ রেজোয়ান, ‘আমরা রোহিঙ্গাদের উৎসাহ দিচ্ছে কার্ড সংগ্রহ করার জন্য। কারণ এই কার্ড ছাড়া কেউ রিলিফ ও স্বাস্থ্য সেবা পাবে না। তিনি বলেন, আমরা যেন সহজে তাদের স্বীকৃতি দিতে পারি সে জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে চাপ বাড়ানো হবে। তারপর দুই পক্ষ যদি রাজি হয় তাবে কার্ড দেখে তাদেরকে মিয়ানমারে পাঠানোর ব্যবস্থা করা হবে।’