রোহিঙ্গা সঙ্কট সমাধানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে বলিষ্ঠ ও দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স একথা জানান।
বুধবার জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম নিয়ে নিরাপত্তা পরিষদের বৈঠকে পেন্স মিয়ানমার সেনাবাহিনীকে অবিলম্বে সহিংসতা বন্ধের আহ্বান জানান।
তিনি বলেন, রাখাইনে মিয়ানমার সেনাবাহিনী যা করছে তা ঘৃণা ও বিশৃঙ্খলা সৃষ্টি করবে। এ ধরনের কর্মকাণ্ড প্রজন্মের পর প্রজন্ম ওই অঞ্চলকে অস্থিতিশীল করে রাখবে বলেও মন্তব্য করেন পেন্স।
Share!