প্রধানমন্ত্রীর নির্দেশে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের ত্রাণ সহায়তা ও পুনর্বাসনে এখন থেকে সেনাবাহিনী কাজ করবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এছাড়া, বিজিবি ও পুলিশ সদস্যরা তাদের নিজ নিজ দায়িত্ব পালন করবেন বলেও জানান তিনি। বুধবার সকালে কক্সবাজারে রোহিঙ্গাদের জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে ত্রাণ গ্রহণ শেষে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘ত্রাণ ও পুনর্বাসনের কাজে সেনাবাহিনী অংশ নিয়ে কাজ করবে এটাই সরকারের সিদ্ধান্ত। আগামীকাল ডিসি সাহেবের অফিসে মিটিং আছে। সেখানে বিজিবির কি কাজ, পুলিশের কি কাজ, সেনাবাহিনীর কি কাজ হবে সে বিষয়ে আলোচনা করে ঠিক করা হবে।’