Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

প্রিন্স মুসার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি হচ্ছে

বিদেশে অর্থ পাচার

প্রিন্স মুসার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি হচ্ছে

বিতর্কিত ব্যবসায়ী ও ধনকুবের মুসা বিন শমসের ওরফে প্রিন্স মুসার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি হচ্ছে। বিদেশে অর্থ পাচারের অভিযোগে তার বিরুদ্ধে করা মামলা তদন্তের স্বার্থে এই নিষেধাজ্ঞা চেয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। আন্তর্জাতিক অস্ত্র ব্যবসায়ী হিসেবে পরিচিত প্রিন্স মুসার বিরুদ্ধে ৩১ জুলাই রাজধানীর গুলশান থানায় এ সংক্রান্ত মামলা দায়ের করা হয়। এই মামলা থেকে বাঁচতে মুসা দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন- এমন ধারণা থেকে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা চায় শুল্ক গোয়েন্দারা। সূত্র জানায়, পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত আইজিপি বরাবর ১৯ সেপ্টেম্বর এ সংক্রান্ত চিঠি পাঠায় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। এতে বলা হয়, মামলা তদন্তের স্বার্থে মুসা বিন শমসেরের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করা প্রয়োজন।
Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top