সরকারের অক্ষমতার কারণেই মিয়ানমার বার বার এ দেশের আকাশসীমা লঙ্ঘনের সাহস পাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
একই কারণে সীমান্ত হত্যাও বন্ধ হচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি। দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।
এ সময় তিনি বলেন, ‘সরকারের অক্ষমতার কারণেই সীমান্ত বাসীর উপর অত্যাচার হচ্ছে। তাদের ফসল কেটে নেওয়া হচ্ছে। যদি এগুলো ঠেকাতেই না পারেন তাহলে জোর করে ক্ষমতায় থাকার কি প্রয়োজন।
এ সময় তিনি আরো বলেন, ‘লুটপাট করে যে, তাদের মানুষ ক্ষমতায় দেখতে চান না।’
Share!