দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাকিবের অভাব অনুভব করবে বাংলাদেশ। তবে দলগতভাবে সে অভাবটা পূরণ করার চেস্টা করবে সবাই। প্রোটিয়াদের বিপক্ষে সিরিজ খেলার উদ্দেশ্যে দেশ ত্যাগের আগে সংবাদ সম্মেলনে এ কথাই বলেছেন টাইগারদের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম।
এদিকে দক্ষিন আফ্রিকার কন্ডিশনে ওদের পেস মোকাবেলা করা কঠিন হলেও, তিন ফরম্যাটই বাংলাদেশ জয়ের জন্য খেলবে বলেও মন্তব্য করেন মুশিফিক।
এ সময় তিনি বলেন, ‘সাকিব যদি কোনো কারণে নাও যায় তবে আমাদের অবশ্যই খেলতে হবে। সাকিবের রিপ্লেসমেন্ট কেউ কখনও করতে পারবে না। কিন্তু ক্রিকেট যেহেতু একটি টিম গেম সুতরাং সাকিব না থাকার অপূর্ণতাকে আমরা পুরো টিম মিলে চেষ্টা করবো পূর্ণতা দেওয়ার।