দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সততার সঙ্গে কাজ করতে নবীন পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৩৪তম বিসিএস এর সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন। এর আগে বেলা ১১টায় অনুষ্ঠানে অংশ নিয়ে নবীন পুলিশ কর্মকর্তাদের প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন তিনি।
বৃহস্পতিবার বেলা ১০ টায় হেলিকপ্টারে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে পৌঁছান প্রধানমন্ত্রী। ৩৪তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে অন্তর্ভুক্ত সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে অংশ নিয়ে খোলা জিপে করে প্যারেড পরিদর্শন করেন তিনি।
এ সময়, বর্ণাঢ্য কুচকাওয়াজের মাধ্যমে সরকার প্রধানকে সালাম জানান কর্মকর্তারা। অভিবাদন মঞ্চে দাড়িয়ে সালাম নেন প্রধানমন্ত্রী। এরপর মৌলিক প্রশিক্ষণে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ কৃতিত্বের জন্য চৌকস কর্মকর্তাদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধানমন্ত্রী। নবীন কর্মকর্তা ও পুলিশ বাহিনীর উদ্দেশ্যে বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার পুলিশ বিভাগের আধুনিকায়নে নানা পদক্ষেপ হাতে নিয়েছে।