তরুন উদিয়মান কন্ঠশিল্পী রিপন শিকদারের সম্প্রতি রিলিজ হলো ”রঙ্গীন মায়া”
এ,কে,এম শফিকুল ইসলামঃ রিপন শিকদারের ”রঙ্গীন মায়া” সম্প্রতি রিলিজ হলো তরুন উদিয়মান কন্ঠশিল্পী “রিপন শিকদারের” মিউজিকাল ফিল্ম ”রঙ্গীন মায়া”। আবেগের খেয়ায় গা ভাসিয়ে ভালোবাসার মানুষ বাবলির হাত ধরে পালিয়ে যাওয়ার মধ্যপথে শিমুলের মনে হয়,মা মারা যাওয়ার পর বাবার সীমাহীন ত্যাগের ভালোবাসায় তার বেড়ে ওঠার কথা। এমনই গল্পে নির্মিত হয়েছে মিউজিকাল ফিল্মটি। এছাড়া ”রঙ্গীন মায়া” এ্যালবামের বাকি গানগুলোর কাজ ও ইতিমধ্যে শেষ হয়েছে। সব গুলো গানেরে সুর ও সঙ্গীত করেছেন শামীম মাহমুদ। খুব শিঘ্রই “ইনবক্স প্রোডাকশন” এর ব্যানারে আসছে ”রঙ্গীন মায়া” ও রিপন মিক্স নামে দুটি এ্যালবাম।