প্রকাশিত হল এস এম সোহেলের একক অ্যালবাম ‘যদি চাও’
এ,কে,এম শফিকুল ইসলামঃ তরুণ সংগীতশিল্পী এস এম সোহেলের লিরিক্যাল মিউজিক ভিডিও অ্যালবাম ‘যদি চাও’-এর প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারের সাতরং মাল্টিমিডিয়ার স্টুডিওতে কেক কেটে এ অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
অ্যালবাম প্রকাশের অনুভূতি জানাতে গিয়ে সংগীত শিল্পী সোহেল বলেন, ‘নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। এখন বাকিটা শ্রোতা-দর্শকরা বলতে পারবেন। তবে এতটুকু বলতে পারি, চেষ্টার ঘাটতি রাখিনি।’
তিনি আরো বলেন, ‘এখন অনেকেই গান গাইছেন। তাদের গান কম বেশি শোনা হয়। নতুন হিসেবে এতটুকু বলতে পারি, কেউ আশাহত হবেন না। সবাইকে গানটি শোনার অনুরোধ রইল।’
সাতরং মাল্টিমিডিয়ার কর্ণধার জসিম উদ্দিন জাকির বলেন, ‘সোহেল ভাইয়ের সঙ্গে অনেক দিনের পরিচয়, তিনি অনেক ভালো গেয়েছেন। আজ থেকে একসঙ্গে নতুন ভাবে পথচলা শুরু হল। এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি, গানগুলি শুনে কেউ বিমুখ হবেন না। অ্যালবামের সবগুলো গান অনেক সুন্দর। সুরও হৃদয়ছোঁয়া।’
‘যদি চাও’ অ্যালবামের টাইটেল গানের কথা, সুর ও সংগীত করেছেন এ প্রজন্মের মেধাবী মুখ শামীম মাহমুদ।
তিনি বলেন, ‘এটি সোহেল ভাইয়ের সঙ্গে প্রথম কাজ। গানটি আমি ৭ বছর আগে লিখেছি। তবে কাউকে দিয়ে গানটি গাওয়ানো হয়নি। সোহেল ভাইয়ের সঙ্গে পরিচয় হওয়ার পর আমার মনে হয়, সে গানটি গাইতে পারবে। আমি তাকে লিরিকটি শোনাই। এরপর তিনি কাজ করতে রাজি হন।’
শামীম মাহমুদ আরো বলেন, ‘এ প্রজন্মে যে ক’জন শিল্পী দরদ দিয়ে গান করেন, তার মধ্যে সোহেল ভাই অন্যতম। সে ভবিষ্যতে অনেক ভালো করবে। তার জন্য দোয়া ও শুভ কামনা রইল। পাশাপাশি সবাইকে গানটি শোনার অনুরোধ রইলো।’
অ্যালবামে মোট তিনটি গান থাকছে। গানগুলো হলো ‘যদি চাও, বাইবো আমি মন পবনের নাও’, ‘ভালোবাসার মানে কি’ ও ‘যেদিন প্রথম তোমাকে দেখি’।
গানগুলো শুনতে হলে ইউটিউবে ভিজিট করুন-BD Movie Director Jasim Uddin Jakir