রাজধানীর কল্যাণপুরে ‘জঙ্গি আস্তানা’য় অভিযানের প্রতিবেদন ৪ অক্টোবর
এ,কে,এম শফিকুল ইসলামঃ রাজধানীর কল্যাণপুরের ‘জঙ্গি আস্তানা’য় অভিযানের ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হয়নি। আগামী ৪ অক্টোবর প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ধার্য করা হয়েছে। আজ সোমবার ঢাকা মহানগর হাকিম মাজহারুল হকের আদালতে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় নতুন দিন ধার্য করেন বিচারক। ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। মামলার নথি থেকে জানা যায়, গত বছরের ২৫ জুলাই রাজধানীর কল্যাণপুরের ৫ নম্বর সড়কের ‘জাহাজ বাড়ি’ হিসেবে পরিচিত একটি বাড়িতে রাতভর জঙ্গিবিরোধী অভিযান চালায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সকালে এক ঘণ্টার মূল অভিযানে নয় জঙ্গি নিহত ও রিগ্যান নামের একজন আহত হন। ঘটনার দুদিন পর মিরপুর মডেল থানার পরিদর্শক (অপারেশন) মো. শাহজালাল আলম সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করেন। মামলায় ১০ জনকে আসামি করা হয়। তাঁদের মধ্যে রিগ্যান নামের ওই ব্যক্তি কারাগারে আটক রয়েছেন। এ ছাড়া এ ঘটনায় জাহাজ বাড়ির মালিকসহ ছয়জনের বিরুদ্ধে পুলিশকে সঠিক তথ্য না দেওয়ার অভিযোগে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে। সে মামলা বিচারাধীন রয়েছে।