লালবাগে বিস্কুট কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু
এ,কে,এম শফিকুল ইসলামঃ রাজধানীর লালবাগে একটি বিস্কুট তৈরির কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হোসেন আলী (১৮) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোর ৬টার দিকে লালবাগের কামালবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় হোসেন আলীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক সকাল ৭টায় তাঁকে মৃত ঘোষণা করেন। হোসেন আলী কুমিল্লার লাকসাম উপজেলার ফুলগাঁও গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। নিহত শ্রমিকের ভগ্নিপতি ও সহকর্মী শাহজাহান মিয়া জানান, হোসেন লালবাগের কামালবাগের মদিনা বিস্কুট কারখানায় কাজ করত এবং পাশেই কারখানার স্টাফ কোয়ার্টারে থাকত। গতকাল রাত্রিকালীন ডিউটি করছিলেন। ভোরের দিকে মেশিনটি বিদ্যুতায়িত হয়ে গেলে হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হয়। ঢামেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে রাখা হয়েছে।