গভীর রাতে ‘নারীর সঙ্গে’ হল থেকে ছাত্রলীগ নেতাকে বিতাড়ন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রলীগ নেতাকে হল থেকে বের করে দেওয়া হয়েছে। বুধবার গভীর রাতে কবি জসীমউদদীন হল থেকে তাঁকে বের করে দেন ছাত্রলীগের কয়েকজন কর্মী। ওই ছাত্রলীগ নেতার নাম বোরহান উদ্দিন। তিনি ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদ ছাত্রলীগের সভাপতি এবং মার্কেটিং বিভাগের ছাত্র। কবি জসীমউদদীন হলের এক ছাত্রলীগকর্মী নাম প্রকাশ না করার শর্তে জানান, দীর্ঘদিন ধরেই হলের আশপাশে বিভিন্ন স্থানে হলের এক কর্মচারীর মেয়ের সঙ্গে বোরহানকে দেখা যেত। গতকাল রাত ১টার দিকে দুজনকে আপত্তিকর অবস্থায় দেখতে পাওয়া যায়। এরপর তাঁরা কয়েকজন মিলে বোরহানকে হল থেকে বের করে দেন। ঘটনার পর থেকে বোরহানের ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। বারবার চেষ্টা করেও তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। এ বিষয়ে জানতে চাইলে হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাহেদ খান বলেন, ‘আমি কাল রাতে হলে ছিলাম না। তাই ঘটনার বিস্তারিত জানি না। আর যতটুকু জানি নিশ্চিত না হয়ে বলতে পারছি না, যেহেতু ঘটনাটি নারী কেলেঙ্কারির ঘটনা।’ আজ বৃহস্পতিবার রাতে এ বিষয়ে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি। তবে ঘটনাটিকে তেমন কোনো বিষয় নয় বলে মন্তব্য করেছেন ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স। তিনি বলেন, কবি জসীমউদদীন হলের এক কর্মচারী বোরহানকে বাসায় ডেকে নিয়ে গিয়েছিল। পরে তাঁরা যখন বাসা থেকে বের হয়ে যায়, তখন কয়েকটা ছেলে তাঁকে ধরে এ অভিযোগ দেয়।