যাত্রাবাড়ীতে হাঁটতে বেরিয়ে পিকআপের ধাক্কায় প্রাণ গেল
এ,কে,এম শফিকুল ইসলামঃ রাজধানীর যাত্রাবাড়ীতে পিকআপের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম নির্মল কান্তি মজুমদার (৬২)। তাঁর বাড়ি পিরোজপুরের সদর উপজেলার জুউজখোলা গ্রামে। নিহত নির্মল কান্তির মেয়ে রুমা মজুমদার জানান, নির্মল কান্তি বেশ কয়েক দিন আগে যাত্রাবাড়ী শনির আখড়ায় তাঁর মেয়ের বাসায় বেড়াতে আসেন। আজ ভোরে বাসা থেকে হাঁটতে বের হন নির্মল। এ সময় যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় একটি পিকআপের ধাক্কায় আহত হন তিনি। স্থানীয় লোকজন নির্মল কান্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে নির্মল কান্তি মারা যান। ঢামেক পুলিশ বক্সের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।