প্রবিত্র ঈদুল ফিতরে সর্বনিম্ন ফিতরা ৬৫ টাকা, সর্বোচ্চ ১৯৮০টাকা
এ,কে,এম শফিকুল ইসলামঃ আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে এ বছর জনপ্রতি সর্বনিম্ন ৬৫ টাকা ফিতরা নির্ধারণ করা হয়েছে। সেইসঙ্গে সর্বোচ্চ ফিতরা নির্ধারণ করা হয়েছে এক হাজার ৯৮০ টাকা। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের সভাকক্ষে ইসলামী ফাউন্ডেশনের জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এই ফিতরা নির্ধারণ করা হয়। সভা শেষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মিজানুর রহমান বলেন, ‘বিভিন্ন মূল্য এখানে উল্লেখ করা হয়েছে। বিভিন্ন বিভাগ থেকে মূল্য এনে গবেষণা করে, চিন্তাভাবনা করে যে মূল্যটি নির্ধারণ করা হয়েছে ৩৯.৩৯ টাকা, প্রতি কেজি এই হিসাবে এক কেজি ৬৫০ গ্রাম আটার মূল্য ৬৫ টাকা। ন্যূনতম ৬৫ টাকা এ বছরের ফিতরা নির্ধারণ করা হয়েছে। সারা দেশে গম বা আটার বাজারমূল্য হিসাব করে এই সর্বনিম্ন ফিতরা নির্ধারণ করা হয়। নিয়ম অনুযায়ী, এক কেজি ৬৫০ গ্রাম গম বা আটা অথবা খেজুর, পনির, যব বা কিশমিশের মধ্যে যেকোনো একটি পণ্যের তিন কেজি ৩০০ গ্রামের বাজারমূল্য ফিতরা হিসেবে গরিবদের মধ্যে বিতরণ করা যায়। সে হিসেবে তিন কেজি ৩০০ গ্রাম যবের দাম ৫৬০ টাকা, একই ওজনের কিশমিশের দাম এক হাজার ২৫০ টাকা, খেজুরের দাম এক হাজার ৬৫০ টাকা এবং এই ওজনের পনিরের দাম এক হাজার ৯৮০ ধরে এবারের ফিতরা নির্ধারণ করেছে ইসলামিক ফাউন্ডেশন। নিজের সামর্থ্য অনুযায়ী এসব পণ্যের যেকোনো একটি দিয়ে অথবা সমপরিমাণ দাম দিয়ে ফিতরা আদায় করা যাবে। ইসলাম ধর্মের নিয়ম হলো, ঈদুল ফিতরের নামাজের আগেই ফিতরা দিতে হয়। প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের জন্য ফিতরা দেওয়া ওয়াজিব।