Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

দুঃখজনক বিএনপির শীর্ষ নেতাদের বাসা বা অফিসে তল্লাশি , কিন্তু… : মাহবুব-উল-আলম হানিফ

দুঃখজনক বিএনপির শীর্ষ নেতাদের বাসা বা অফিসে তল্লাশি , কিন্তু… : মাহবুব-উল-আলম হানিফ

একটা রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের নেতাদের বাসা বা অফিসে তল্লাশিকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। তবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয় থেকে বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার প্রমাণ আছে বলেও জানান তিনি।আজ মঙ্গলবার কুষ্টিয়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন হানিফ।আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘বেগম খালেদা জিয়ার অফিসে তল্লাশিকে কেন্দ্র করে যে বক্তব্যগুলো বিএনপি দিয়েছে এটা আসলে অনভিপ্রেত। আমরা আগেও বলেছি, সম্পূর্ণ আইন মেনেই আইন অনুযায়ী সার্চ ওয়ারেন্ট ইস্যু করার পর অনুমতি নিয়ে তারা ওখানে তল্লাশি চালিয়েছে। আমরা সব সময়ই বলি যে, একটা রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের নেতাদের বাসা বা অফিসে তল্লাশি এটা খুব দুঃখজনক। কিন্তু পাশাপাশি দেশবাসী এটাও জানে যে এই বিএনপি সভানেত্রীর কার্যালয়, চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয় থেকে ২০১৫ সালের ৫ জানুয়ারি থেকে প্রায় ৯৩টা দিন তথাকথিত অবরোধের নাম করে সারা দেশে যে ধ্বংসাত্মক কার্যক্রম চালানো হয়েছিল। যেখানে প্রায় ২৩১ জন মানুষের প্রাণহানি ঘটেছিল, তাদের আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছিল, দুই হাজারের ওপর গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল, দুই হাজারের বেশি মানুষকে অগ্নিদগ্ধ করা হয়েছিল। এসব ধ্বংসাত্মক ও নাশকতামূলক কার্যক্রম করা হয়েছিল সেগুলো কিন্তু এই অফিস থেকেই পরিচালনা করা হয়েছিল। তার বহু তথ্য-উপাত্ত আছে।’এই কার্যালয় থেকে দেশের বিরুদ্ধে বা জনগণের বিরুদ্ধে ধ্বংসাত্মক কার্যকলাপের প্রমাণ থাকায় আইনৃঙ্খলা রক্ষাবাহিনী স্বাভাবিকভাবেই সেখানে তল্লাশি চালিয়েছে বলে মনে করেন মাহবুব-উল-আলম হানিফ।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top